“গার্মেন্টস ওয়াশিং সেক্টরের ভবিষ্যত সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গতকাল ১৪ই জানুয়ারী ২০২৫ইং তারিখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে “গার্মেন্টস ওয়াশিং সেক্টরের ভবিষ্যত সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল হান্নান।সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন (বি.জি.ডব্লিউ.টি.এফ)’র প্রতিষ্ঠাতা সভাপতি ও ষ্টারলিং লন্ড্রি লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব ইঞ্জিঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলংকান এসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত সদস্য ও ষ্টারলিং লন্ড্রি লিমিটেডের জেনারেল ম্যানেজার মিঃ সামান ওয়াসালতিলাকা, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বি.জি.ডব্লিউ.টি.এফ’র প্রচার বিষয়ক সম্পাদক, ষ্টারলিং লন্ড্রি লিমিটেডের সিনিয়র কেমিষ্ট জনাব ইবনে রেজওয়ান এবং অত্র অনুষ্ঠানের স্পন্সর এফ টু জি টেকনোলজিস লিমিটেডের কর্ণধার আরিফুর রহমান। সেমিনারটি আয়োজন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। সেমিনারের আলোচনা পর্বে টেক্সটাইল সেক্টরের বর্তমান চ্যালেঞ্জ ফেব্রিকের টেয়ারিং সমস্যা, ল্যাকড়া সমস্যা, ফ্যাক্টরীতে গ্যাস সমস্যা এবং ভবিষ্যতে পানি সমস্যা নিয়ে কিভাবে এই সেক্টরকে বাংলাদেশে টিকিয়ে রাখা যায় তার উপর ২ঘন্টা ব্যাপী আলোচনা করা হয় এবং উপস্থিত ছাত্রদের কাছ থেকে তাদের অর্জিত জ্ঞান দিয়ে দেশের সেবায় ভূমিকা রাখতে আহবান জানানো হয়।
সবশেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এবং কুইজে বিজয়ী ছাত্রদের মাঝে সার্টিফিকেট ও গিফট প্রদান করা হয়।